মেসিকে কাজে লাগাতে ব্যর্থ বার্সা : ক্রুইফ


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৪

স্পেনের ক্লাব বার্সেলোনা যথাযথভাবে লিওনেল মেসিকে কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য করেছেন সাবেক ডাচ তারকা ইয়োহান ক্রুইফ।

বার্সার সাবেক কোচ ক্রুইফ মনে করছন, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবও একই সমস্যায় ছিলেন ডেভিড মোয়েস। তার দলেও তারকার ছড়াছড়ি ছিল কিন্তু তা কাজে লাগাতে পারেননি। বার্সাতেও একই অবস্থা। মেসি ও নেইমারের মতো খেলোয়াড়দের ব্যবহারে ব্যর্থ হচ্ছেন কোচ।

গত মৌসুমে খুব বেশি সাফল্য ছিল না বার্সার। লা লিগা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন্স শিপেও ফ্লপ ছিল দলটি। তাই ক্রুইফ বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করি বার্সার সামর্থ্য আছে। যদিও এ মুহূর্তে কিছুটা পিছিয়ে পড়েছে ক্লাবটি। তবে ঘুরে দাঁড়ানো সম্ভব দলটির পক্ষে।’

দ্য গার্ডিয়ানকে ক্রুইফ আরও বলেছেন, ‘বার্সার কোচদের ভাল বা মন্দ নিয়ে কোনো কথা বলতে ছিল না আমি। তবে এটা ঠিক, মেসি ও নেইমারের মতো ফরোয়ার্ডদের নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ। যদি এই তারকাদের আপনি ব্যবহার করতে ব্যর্থ হন তবে আপনার অবস্থাও হবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ মোয়েসের মতো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।