ফতুল্লায় বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১০ জুন ২০১৫

বৃষ্টির কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির আগপর্যন্ত ২৩.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০৭ রান করে ভারত।

শেখর ধাওয়ান মাত্র ৭১ বলে ১২ চারে ৭৪ রানে অপরাজিত রয়েছেন। প্রথম থেকেই তিনি আক্রমণাত্মক খেলছেন। খেলা শেষ হবার এক বল আগেই জীবন পেয়েছেন এই ব্যাটসম্যান। শর্ট মিডউইকেটে তার ক্যাচ ছেড়ে দেন শুভাগত হোম।
ধাওয়ানের সাথে যোগ্য সহয়াতা দিচ্ছেন অপর উদ্বোধনি ব্যাটসম্যান মুরালী বিজয়। ৭০ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন এই ভারতীয়।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুরু থেকেই ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তোপের মুখে পড়ে বাংলাদেশ। একপ্রান্তে শেখর ধাওয়ান ঝড়ো ব্যাটিংয়ে ১০ চারে মাত্র ৪৭ বলেই অর্ধশত তুলে নেন।

বাংলাদেশদলে বিশেষজ্ঞ পেসার একমাত্র মোহাম্মদ শহীদ। এছারাও ফিরেছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। সাকিব আল হাসানসহ চার জন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ।  

# ওয়ানডে মেজাজে ব্যাট করছে ভারত

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।