পুনরায় শুরু হচ্ছে এসএ গেমস


প্রকাশিত: ০৪:৩০ এএম, ১০ জুন ২০১৫
ফাইল ছবি

সাড়ে পাঁচ বছর পর চলতি বছরের নভেম্বরে শিলং ও গৌহাটিতে বসবে গেমসের ১২তম আসর। তারিখ নির্ধারণের জন্য জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে এসএ গেমস নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

২০১০ সালের ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ঢাকায় সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ১১তম এসএ গেমস। সেবার ১৮টি স্বর্ণ, ২৩টি রুপা এবং ৫৬টি ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। দুবছর পরপর গেমস হওয়ার কথা থাকলেও গত পাঁচ বছর ধরে হয়নি।

১২তম আসরটি ভারতে বসার কথা থাকলেও সেদেশের অলিম্পিক কমিটিকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ফলে গেমস আয়োজনে নিষেধাজ্ঞা আসে। ২০১৪ সালে ভারতীয় অলিম্পিক কমিটি বৈধতা পেলেও গত সপ্তাহেও গেমস আয়োজনের কোনো খবর দিতে পারেনি তারা।

বিওএর মহাসচিব জানান, দুদিন আগে এসএ গেমস আয়োজনের জন্য এক মেইলবার্তায় তাদের উদ্যোগের কথা জানিয়েছে ভারত। জুলাইয়ের প্রথম সপ্তাহে এ নিয়ে বৈঠক হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে কবে নাগাদ বসবে এসএ গেমসের ১২তম আসর।
সৈয়দ শাহেদ রেজা বলেন, তবে আমরা যতটুকু জানতে পেরেছি নভেম্বরে গেমসের আয়োজন করা হতে পারে। জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় সভায় গেমসের ডিসিপ্লিন, সময় ও ভেন্যু নির্ধারণ করা হবে। সম্ভাব্য ভেন্যুর মধ্যে রয়েছে শিলং ও গৌহাটি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।