মোদির কণ্ঠে নাম শুনে সাকিবের উচ্ছ্বাস প্রকাশ


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৮ জুন ২০১৫

রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তৃতায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসা করেছিলেন। তার একদিন পর সোমবার সাকিব তার ফেসবুক পেজে নরেন্দ্র মোদির বক্তৃতায় নিজের নাম শুনে নিজের উচ্ছ্বাস  প্রকাশ করলেন।

বাংলাদেশ সফরে পাকিস্তানের হারের প্রসঙ্গ টেনে মোদি বলেছেন, ‘কিছুদিন আগে একটা সিরিজ শেষ হয়েছে। বাংলাদেশের তরুণেরা সেখানে দুর্দান্ত করেছে। আপনাদের একজন ক্রিকেটার আছে, সাকিব আল হাসান।’

ফেসবুকে সাকিব বলেন, ‘আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি গতকাল (রোববার) ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তৃতায় আমার নাম উল্লেখ করেছেন। অবশ্যই এটা আমার জন্য খুবই সম্মানের। সকলের আশির্বাদে এই স্তরে নিজের নাম শুনে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। মনে হচ্ছে আমি কিছু একটা সম্পূর্ণ করতে পেরেছি। এটা আমার এবং আমার ক্যারিয়ারের জন্য বড় প্রেরণা! সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে দেশের নাম আরো উজ্জ্বল করতে পারি।’

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।