লাল দুর্গের নতুন রাজা ভাভরিঙ্কা


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৮ জুন ২০১৫

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে রোলাঁ গারোর প্রথম শিরোপার স্বাদ নিলেন স্তানিসলাস ভাভরিঙ্কা। প্যারিসের ফাইনালে  প্রথম সেট ৬-৪ গেমে হারলেও, পরের তিন সেটে ৬-৪, ৬-৩ ও ৬-৪ গেমে জয় তুলে নেন এই সুইস তারকা।

ক্যারিয়ারে ৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও, শুধু এই ফেঞ্চ ওপেনের শিরোপাই হাতে ওঠানো হয়নি জোকোভিচের। তাই এদিন রোলা গারোর লাল কোর্টে শুরুটা আগ্রাসী করেন সার্বিয়ান তারকা জোকো। যাতে প্রথম সেট ৬-৪ গেমে জিতে যান তিনি।

তবে যখনই কোনো গ্র্যান্ড স্ল্যামে এই দুই তারকা মুখোমুখি হয়েছেন, তখনই তা রূপ নিয়েছিল ক্ল্যাসিক এক লড়াইয়ের। ব্যতিক্রম হয়নি এদিনও। দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে ঘুরে দাঁড়ান অষ্টম বাছাই ভাভরিঙ্কা।

রোলাঁ গারোতে এরপর আর হাসেন নি জোকোভিচ। হয়তো সেমির লড়াইয়ের ক্লান্তি একটু বেশি পেয়ে বসেছিল এই সার্বিয়ানের। তাই তো ৩য় সেট ৬-৩ গেমে জিতে নিয়ে শিরোপার আর একটু কাছে চলে যান ভাভরিঙ্কা।

তবে ৪র্থ সেটে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন জোকো। একটা পর্যায়ে ৩-৩ এ সমতায় ছিল ৪র্থ সেট। কিন্তু শেষ পর্যন্ত ৬-৪ গেমে ৪র্থ সেট জিতে নিয়ে, ক্যারিয়ারের ২য় গ্র্যান্ড স্ল্যামও জিতে নেন ভাভরিঙ্কা। ক্যারিয়ারের ২য় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শতভাগ সফল এই সুইস তারকা।

আর শুধু শিরোপাই না, ৩ ঘণ্টা ১২ মিনিটের এই লড়াই জিতে র্যাংগকিংয়েও ৪ নম্বরে উঠে এসেছেন লাল দুর্গের নতুন রাজা ভাভরিঙ্কা। আর গত ৪ বছরে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় ফাইনালে খেললেও খালি হাতেই ফিরতে হোল জোকোভিচকে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।