হোটেল সোনারগাঁওয়ে কোহলি-ধাওয়ানরা


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৮ জুন ২০১৫

সফররত ভারতীয় ক্রিকেট দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অবস্থান নিয়েছে। এর আগে সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে শাহজালালে অবতরণ করে টিম ইন্ডিয়া।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৯টা ৪০ মিনিটে রওনা দিয়ে ১০টা ২০ মিনিটে সোনারগাঁও হোটেলে পৌঁছায় কোহলির নেত্বতাধীন ভারতীয় দল। দলের সঙ্গে রয়েছেন কোচ রবি শাস্ত্রী।

হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর আড়াইটায় মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামবে কোহলিরা। এদিকে, একই সময়ে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

উল্লেখ্য, ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৮, ২১ ও ২৪ জুন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির একদিনের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।