মন্ত্রিসভার বৈঠক চলছে


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০৮ জুন ২০১৫
ফাইল ছবি

সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী কাঠামো মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল ১০টার বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এই বৈঠক চলছে। বৈঠকে সরকারের মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্য উপস্থিত রয়েছেন।

সূত্র বলছে, বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া অনানুষ্ঠানিক আলোচনায় নানা বিষয় ওঠে আসে।

এদিকে, মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে। তিনি আজ ভিডিও কনফারেন্সে কক্সবাজার ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন সম্বনয় কমিটির সঙ্গে কথা বলবেন। মাঠ পর্যায়ের সমস্যা জানতে ও সরাসরি নির্দেশনা দিতে তার এই ভিডিও কনফারেন্স।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।