খুনের দায় থেকে পিসটোরিয়াসের ‘মুক্তি’


প্রকাশিত: ০২:২২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

‘ব্লেড রানার’ অস্কার পিসটোরিয়াস চোখের জল সামলাতে পারলেন না। তার বিরুদ্ধে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি বলে বৃহস্পতিবার রায় দিয়েছে আদালত।

এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন দুই পা-বিহীন দ্রুততম এই দৌড়বিদ। হাত দিয়ে তাকে চোখের জল মুছতে দেখা যায়। তবে মানুষহত্যার অপরাধে অস্কারের সাজা খাটার সম্ভাবনা আছে এখনও।

বিচারক থোকোজিল মাসিপা বলেন, অস্কার তার চেয়ে দু’বছরের বেড় বান্ধবী রিভাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করেছিলেন বলে যে অভিযোগ গঠন করা হয়েছিল, ছয় মাস ধরে বিচারাধীন সেই অভিযোগের বিপরীতে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ দিতে পারেনি প্রসিকিউশন।

রায়ে বলা হয়, টয়লেটের দরজার ওপারে কে বা কারা ছিল তা না জেনেই ভয়ে গুলি চালিয়েছিলেন প্যারা-অলিম্পিয়ান অস্কার পিসটোরিয়াস। যে গুলি গিয়ে লাগে তার বান্ধবী রিভার শরীরে। রায়ে বলা হয়, তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ যা আছে তাতে প্রমাণ হয় না যে অস্কার তার বান্ধবীকে ইচ্ছাবশত হত্যা করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।