বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন জাভি


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৭ জুন ২০১৫

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ নিয়ে বার্সার হয়ে বর্ণিল এক ক্যারিয়ারের ইতি টানলেন জাভি। ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ২৫টি শিরোপা।

১৯৯১ সালে মাত্র ১১ বছর বয়সে বার্সেলোনায় পা রেখেছিলেন জাভি। ১৯৯৮ সাল থেকে শুরু করেছিলেন মূল দলে খেলা। তার পর থেকে জিতেছেন আটটি লা লিগা, তিনটি কোপা ডেল রে ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

জুভেন্টাসের বিপক্ষে ফাইনালে ৭৮ মিনিটের মাথায় আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন জাভি। বার্সা সমর্থকদের হর্ষধ্বনিতে ফেটে পড়েছিল বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম। ততক্ষণে ২-১ গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছে কাতালানরা। শেষ মুহূর্তে নেইমারের আরেকটি গোল বার্সাকে দিয়েছে ৩-১ গোলের জয়।

এমন বিদায়ের কথা যে কারো স্বপ্নেও আসে না, তা অস্বীকার করেননি জাভি। ম্যাচ শেষে স্প্যানিশ একটি টেলিভিশনকে বলেন, স্বপ্নেও এতটা খুশি হওয়ার কথা চিন্তা করতে পারিনি। এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না। এখন কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়ছি। এই দলের হয়ে আর খেলব না, এটা ভাবাটা কঠিন।

ট্রেবল জয়ের পাশাপাশি নতুন একটু রেকর্ডও জাভি গড়েছেন বিদায়বেলায়। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ১৫১টি ম্যাচ। তাঁর খুব কাছাকাছি আছেন ইকার ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক খেলেছেন ১৫০টি ম্যাচ।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।