তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধিতে অর্থমন্ত্রীকে ধন্যবাদ


প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৬ জুন ২০১৫

সিগারেট ও তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধন্যবাদ জানিয়েছেন তামাক-মাদক ও সন্ত্রাস বিরোধী জাতীয় জোট (ক্যাট)’র সভাপতি এবং ধূমপানবিরোধী জাতীয় সংগঠন আধুনিক’র জাতীয় সমন্নয় কমিটির সদস্য সচিব আলী নিয়ামত। শনিবার এক বিবৃতির মাধ্যমে এ ধন্যবাদ জানান তিনি।

বিবৃতিতে আলী নিয়ামত বলেন, ধূমপান ও তামাক ব্যবহারের ফলে দেশে প্রতি বছর ১ লাখ মানুষ অকালে মারা যায় এবং ১০ লাখ লোক পঙ্গুত্ব বরণ করে।

তিনি বলেন, সেজন্য তামাক উৎপাদন ও বিপননকে অবৈধ ঘোষণা করে তামাক ব্যবসাকে নিষিদ্ধ করতে হবে। এতে ধূমপান ও তামাকজনিত রোধে চিকিৎসা ব্যয় প্রতি বছর ৬০ হাজার কোটি টাকা বেঁচে যাবে। বিপুল পরিমাণ অর্থ দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা যাবে।

উল্লেখ্য, আলী নিয়ামত সুইজারল্যান্ডের জেনেভাস্থ বিশ্ব শান্তি জোট- আইপিবি’র ব্রান্ড এম্বাসেডর হিসেবে ২০১০ সাল থেকে কাজ করে যাচ্ছেন।

একে/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।