বাংলাদেশ-ভারত টেস্ট চলাকালে ফতুল্লায় মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৬ জুন ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ চলাকালে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন একটি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
 
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে খবরটি। বিশ্বের প্রভাবশালী একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৪ জুন টেস্ট ম্যাচ চলাকালে রওজাতুন সালেহীন আলিম মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
স্টেডিয়াম সংলগ্ন মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর জাগো নিউজকে বলেন, ‘১০ থেকে ১৪ জুন পর্যন্ত মাদরাসা বন্ধ রাখার নির্দেশ সম্বলিত একটি চিঠি পেয়েছি। এ প্রথমবার আমরা সরকারের পক্ষ থেকে এ ধরনের নির্দেশ পেলাম।’

উল্লেখ্য মাদরাসা ফতুল্লার গ্যালারি ঘেঁষে তৈরি করা হয়েছে। মাদ্রাসার দ্বিতল ভবনকে গত কয়েকমাস আগে চারতালা করা হয়। এখন মাদরাসা থেকে সরাসরি মাঠ দেখা যায় বলেই ক্রিকেট কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

অধ্যক্ষ আব্দুস শাকুর আরো জানান, গত বছরও এখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কিন্তু তখন মাদরাসা চালু ছিলো। তবে এবার পাঁচ দিনের জন্য ছুটি ঘোষণার করতে বলা হয়েছে। তবে ডরমিটরিতে ২৫ এতিমকে রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।
 
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগের প্রধান হোসেন ইমাম আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের জন্য অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থাস্বরূপ মাদরাসাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
 
নিরাপত্তার ক্ষেত্রে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচের বিতর্ককে মাথায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘খেলা চলাকালে মাঠে কাউকে ভারত বিরোধী ব্যানার বা ফেস্টুন নিয়ে ঢুকতে দেওয়া হবে না।’

শাহাদাৎ হোসেন/এআরএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।