বানভাসি মানুষের পাশে থাকবে ক্রিকেটাররা : পাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৫ আগস্ট ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বন্যায় যমুনা পাড়ের দুর্গত মানুষের কথা শুনে আমি কষ্ট পেয়েছি। এ কারণেই ত্রাণ হিসেবে সামান্য কিছু খাবার এনেছি। বন্যা কবলিত এলাকার মানুষের দুরবস্থা দেখে অত্যন্ত খারাপ লাগছে। বানভাসি মানুষের পাশে থাকবে ক্রিকেটাররা। এসব মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে চলবে।

শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে স্পিডবোর্ডে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ও সয়দাবাদ ইউনিয়নের ২ হাজার ৫শত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

sirajgon

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, পরিচালক আই. এস মল্লিক, লোকমান হোসেন ভুঁইয়া, সাইফুল আলম চৌধুরী স্বপন।

আরও উপস্থিত ছিলেন উইমেনস চেয়ারম্যান এম এ আউয়াল বুুলু, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।