বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর পার্ক চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ যোগদানের ঘোষণা দেন বিএনপি-জামায়াত থেকে সদ্য যোগদান করা নেতা-কর্মী-সমর্থকরা।
সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াত থেকে যোগদানকারীদের পক্ষ্যে লিখিত বক্তব্য পাঠ করেন, সদ্য আওয়ামী লীগে যোগদান করা পাঁচবিবি উপজেলা জামায়াতের মসলিশে সূরা’র কর্ম পরিষদ সদস্য আব্দুস সালাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, পাঁচবিবি পৌর মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল মাহবুব চন্দন, আবু বকর সিদ্দিক, রেজাউল করিম প্রমুখ। সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াত থেকে আওয়ামী লীগে যোগদান করা প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
তবে সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু বলেন, আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি ও জামায়াত থেকে যেসব নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ঘোষণা করলেন তাদেরকে এখনই দলে ভর্তি করা হচ্ছে না।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিবেচনাসহ বিষয়টি আওয়ামী লীগে উত্থাপন করা হবে। অনুমোদন প্রাপ্তির পরই কেবল তারা আওয়ামী লীগের কর্মী হতে পারবেন।
এসএস/আরআই