মোস্তাফিজকে নিয়ে ওয়ালশের বিশেষ ক্লাস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৪ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পুরো দমে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল (বুধবার) অনুশীলন ছিল না টাইগারদের। তাই আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর মাঠে ঘাম ঝড়াতে শুরু করে টাইগাররা।

আর অনুশীলন স্থলে গিয়ে দেখা যায় কাটার মাস্টার মোস্তাফিজকে নিবিড়ভাবে পরিচর্যা করছেন টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মাঠের একপাশে ওয়ালশ বিভিন্নিভাবে প্রস্তুত করছেন বাংলাদেশ দলের অন্যতম এই বোলারকে।

ওয়ালশ মোস্তাফিজের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, সেগুলো শুধরে কাজ করছেন তার বোলিং অ্যাটাক নিয়ে। মোস্তাফিজও বাধ্য ছাত্রের মত গুরুর সকল নির্দেশ মেনে নিচ্ছেন। যেন গুরুর কথাই শেষ কথা।

উল্লেখ্য, ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় বাঁ-হাতি এই মিডিয়াম ফাস্ট বোলারের। এরপর সে দেশের হয়ে খেলেছে ৪ টি টেস্ট ম্যাচ। চার টেস্ট খেলে উইকেট নিয়েছেন ১২টি।

এমএএন/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।