মিয়ানমারের রাষ্ট্রদূতকে জরুরি তলব


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৫ জুন ২০১৫
সাগরে ভাসমান অভিবাসী

মিয়ানমারের রাজধানী নে পি দোতে সম্প্রতি রাখাইন রাজ্যের এক মন্ত্রীর মন্তব্যের জের ধরে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার বিকালে রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থানকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো বিবৃতি না দিলেও বিকাল ৩টার পরে রাষ্ট্রদূতকে অতিরিক্ত সচিব মিজানুর রহমানের কক্ষে ঢুকতে দেখেছেন গণমাধ্যমকর্মীরা। এরপর আধঘণ্টা সেখানে অবস্থান করে বের হয়ে আসেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলেও গণমাধ্যমকর্মীদের কিছুই জানাননি অতিরিক্ত সচিব। তবে এ সূত্র একাধিক কর্মকর্তা তলবের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।