মুমিনুলের ফেরাটা স্বস্তির : মুশফিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ২২ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম যে ১৪ জনের দল ঘোষণা করা হয়েছিল, তাতে সবচেয়ে বড় বিস্ময়- মুমিনুল হকের না থাকা। ভাগ্যে থাকলে যা হয়। চোখের ইনজুরির কারণে মোসাদ্দেক হোসেনের কপাল পুড়ল। আর কপালের সবকটা জানালা খুলে গেল মুমিনুলের।

মুমিনুলের ফেরাটা দলের জন্য স্বস্তির। এমনটাই জানালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। তার মতে, মুমিনুলের মতো একজন ব্যাটসম্যান বসে থাকার নন। টেস্ট দলের ভারসাম্যের জন্য মুমিনুলকে দরকার।

মিরপুরের চ্যারিটি স্কুল ইভেন্টে আজ অংশ নেন মুশফিক। সেখানে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে শিশুদের উপহার দিয়েছেন তিনি। শিশুরা কবিতা আবৃত্তি করে শুনিয়েছে তাকে।

তখন মুমিনুল হকের বিষয়টি উঠে আসলে মুশফিক বলেন, ‘মুমিনুল হকের দলে ফেরাটা টাইগারদের জন্য স্বস্তির ব্যাপার।’

২৭ আগস্ট থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন মুশফিক। বলেন, ‘যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে এটা দারুণ একটি টেস্ট সিরিজই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।