গিনেস বুকে রোনালদো


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

গিনেস বুক অব রেকর্ডের ৬০তম বার্ষিকীতে ২০১৫ সংস্করণে এবার যুক্ত হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। এছাড়া এই সংস্করণে থাকছে উসাইন বোল্ট, রজার ফেদেরার, গলফার ররি ম্যাকিলরির মতো তারকাদের নামও থাকছে।

গত মৌসুমে রোনালদো রিয়ালকে এনে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। রেকর্ড ১৭টি গোলও করেছেন। তার আগে এ রেকর্ডটি ছিল আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির দখলে। ১৪টি গোল করেছিলেন মেসি।

এছাড়া ফুটবলার হিসেবে গিনেস বুকে রোনালদো জায়গা করে নিয়েছেন সব থেকে বেশি টুইটার ফলোয়ারের জন্য। বর্তমানে টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ২৯.৫ মিলিয়ন। আর ফেসবুকে ৯ কোটি ৭৬ লাখ লাইক আছে তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।