শাস্তি কমতে পারে আশরাফুলের


প্রকাশিত: ০৫:১৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিংয়ের অভিযুক্তদের আপিল শুনানির তৃতীয় দিনে শুনানি শেষে আশরাফুলের শাস্তি কমতে পারে এমনটাই আশা করেছেন তার আইনজীবী। বুধবার যুক্তিতর্ক তুলে ধরা হয় বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও শ্রীলংকান কৌশল লোকুয়ারাচ্চির পক্ষে।

৪ দিনের আপিল শুনানি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এরপর পরই নিজেদের রায় শোনাবে ট্রাইব্যুযনাল। বৃহস্পতিবার আশরাফুলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। বিপিএল ফিক্সিংয়ের শুরু থেকেই তদন্ত কাজে আইসিসি ও আকসুকে সহযোগিতা করায় তার শাস্তি কমানো নিয়ে আশাবাদী তার এই আইনজীবী।

এদিকে বিসিবি ও আইসিসির সঙ্গে সাজাপ্রাপ্তদের আপিল শুনানির শেষ দিন বৃহস্পতিবার। তবে নতুন রায় আসতে কিছুটা সময় লাগতে পারে বলে বুধবার জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।