অনুশীলনে বিমর্ষ মাহমুদউল্লাহ!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২০ এএম, ২০ আগস্ট ২০১৭

মিরপুর শেরেবাংলার ইনডোর মাঠে চলছিল বাংলাদেশ দলের ব্যাট-বলের প্রস্তুতি। ১২টার দিকে দেখা গেল মাঠের ভেতর থেকে অনেকটা ‘বিমর্ষ’ মনে ব্যাটিং অনুশীলনের জন্য ইনডোরে ঢুকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টেস্ট দলের ১৪ জনে স্থান না পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করার কথা রয়েছে মাহমুদউল্লাহর। তবে শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ খেলতে চাচ্ছে না, তাহলে প্রস্তুতি ম্যাচটিও খেলা হবে না রিয়াদের!

শেষ কিছু ম্যাচের পারফরম্যান্স দেখে সবাই এক প্রকার নিশ্চিতই ছিল মাহমুদউল্লাহর টেস্ট দলে থাকছেন না। কিন্তু শেরেবাংলায় নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ না খেলায় অনেকটা তার বাদ পড়া নিশ্চিত হয়ে যায়।

mahmudullah

দল থেকে মাহমুদউল্লাহর বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেন, সৌম্য এবং ইমরুলের চেয়ে পারফরম্যান্স হিসেবে মাহমুদউল্লাহ অনেকটা পিছিয়ে আছে।

শুধু মাহমুদউল্লাহ নয়, বাদ পড়েছেন মমিনুল হকও। যেটা নাড়া দিয়েছে সকল ক্রিকেটাপ্রেমীদের। তারা ধারণা করছেন, দল গঠনে এই সিদ্ধান্ত দুটি সম্পূর্ণ ভুল!

এমএএন/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।