বাড়ছে বিশ্ব ভ্রমণের বিমান খরচ


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৪ জুন ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিমান টিকেটের মূল্যের উপর বসানো এক্সাইজ ট্যাক্স বা আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। ফলে বাড়তে পারে বিশ্ব ভ্রমণের বিমান ভাড়া।

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রতিবার বিমানে যাতায়াতে আবগারি শুল্ক ধার্য করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ২০১৪-১৫ সালের বাজেটে এই শুল্ক ছিল ১ হাজার টাকা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান।

এই শুল্ক বাড়ানোর ফলে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও আফ্রিকার দেশসমূহের বিমান খরচ বৃদ্ধি পাবে। এছাড়াও বাড়তে পারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, তাইওয়ান, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বিমান টিকিটের দাম।

তবে শুল্ক অপরিবর্তিত থাকার কারণে বাড়ছে না অভ্যন্তরীণ রুট ও সার্কভুক্ত দেশের বিমান টিকিটের খরচ।

এআর/এসএ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।