আল-আমিনের বোলিংয়েও আইসিসির সন্দেহ


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

স্পিনার সোহাগ গাজীর পর এবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় পেসার আল-আমিন হোসেন। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ১০ উইকেটের হারের পর এই পেসারের বিরুদ্ধে আইসিসির ম্যাচ অফিশিয়ালরা সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন।

চলতি বছরের জুলাই মাসের পর থেকে বিশ্ব ক্রিকেটের ষষ্ঠ বোলার হিসেবে আল আমিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠলো। অবশ্য অবৈধ বোলিংয়ের তীর ছোড়া বাকি সব ক্রিকেটারই বাঁহাতি স্পিনার। সেক্ষেত্রে আল আমিনই প্রথম পেসার যার বিরুদ্ধে এরকম অভিযোগ আনা হলো।

এখন নিজের বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণে আগামী ২১ দিনের মধ্যে কার্ডিফ কিংবা ব্রিসবেনে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আল আমিনকে। আর সেই পরীক্ষায় নিষ্কুলুশ প্রমাণিত হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফের বল করতে পারবেন টাইগার পেসার।

এর আগে চলতি মাসেই বাংলাদেশের অফ স্পিনার সোহাগ গাজীর বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। যিনি এখন নিজের বৈধতা আদায়ে তোড়জোড় চালাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।