ফিফার প্রেসিডেন্ট হতে চান জিকো


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৩ জুন ২০১৫

ব্লাটারের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ফিফা’র প্রেসিডেন্ট পদে লড়াইয়ে নামার আগ্রহের কথা জানিয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তী জিকো। বুধবার নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে পর্যুদস্ত ফুটবলের বিশ্ব সংস্থার হাল ধরতে তিনি আগ্রহী।

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ৬২ বছর বয়সী জিকো নিজের ফেসবুকে ফিফা প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন, ‘ফুটবলই আমার জীবন। ছোটবেলা থেকেই এই খেলাটাকে ঘিরে আমার আবেগ তীব্র। শুধু ব্রাজিলেই বিশ্বের অন্য প্রান্তেও ফুটবলের প্রসারে মন দিয়ে কাজ করেছি। তাই ফিফার হাল ধরার কথা ভাবব না-ই বা কেন?’ তবে বিষয়টা এখনো প্রাথমিক ভাবনার স্তরেই আছে বলেও লিখেছেন তিনি।

ব্লাটার নিজে সরে দাঁড়ানোর পর জিকোকে প্রার্থী করার ব্যাপারে এখনও পর্যন্ত ফুটবল বিশ্বে আর কেউ তেমন আগ্রহ না দেখালেও তাতে দমছেন না আইএসএলে এফসি গোয়ার কোচ।

তিনি লিখেছেন, ‘আমার মনে হয় না এ নিয়ে রাজনীতি হবে। ফুটবল সবসময়েই রাজনীতির আগে। আমি জানি আমার পাশে এখনও সমর্থন নেই। ভোটগ্রহণের প্রক্রিয়া যদি ঠিকঠাক হয়, তা হলে আমার নির্বাচন করায় কোন সমস্যা থাকবে বলে মনে হয় না।’

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।