ভারতের জাতীয় দিবসে আফ্রিদির শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৫ আগস্ট ২০১৭

সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র বিরতি আর একের পর এক জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। এর জেরে প্রায় এক যুগ ধরে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজও অনুষ্ঠিত হচ্ছে না। তবে এবার এ সবকিছুর সমাপ্তি চাইলেন পাকিস্থানের সাবেক অধিনায়ক আফ্রিদি। শুধু তাই নয় ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।

ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়ে এক টুইট বার্তায় আফ্রিদি লেখেন, ‘ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্য বজায় থাকুক। শান্তিস্থাপনের লক্ষ্যে, চলুন একসঙ্গে কাজ করি। সহিষ্ণুতা এবং ভালবাসা স্থাপনের জন্য একসঙ্গে এগনো যাক। সব হিংসা ও অশান্তিকে হারিয়ে জয়ী হোক ভালোবাসা।’

afridi

তবে সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেয়ার পরই একটি অংশের প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কিংবদন্তি এই ক্রিকেটারকে। ভারতকে কেন শুভেচ্ছা জানালেন, এই ‘অভিযোগ’ তুলে অনেকে তার সমালোচনা করা শুরু করেছে। সে সব সমালোচনার এখনও পর্যন্ত কোনো জবাব দেননি পাকিস্তানের এই তারকা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।