বিশ্বকাপ মিশন শেষ নেইমারের


প্রকাশিত: ০২:৫৭ এএম, ০৫ জুলাই ২০১৪

ব্রাজিলের জন্য তো বটেই, বিশ্বের কোটি কোটি ব্রাজিল ভক্তের জন্যও দুঃসংবাদ! বিশ্বকাপে আর মাঠে দেখা যাবে না ব্রাজিল সুপারস্টার নেইমারকে। মেরুদণ্ড ভেঙে গেছে তার। হাসপাতালে ভর্তি করানো হয়েছে ব্রাজিল ফুটবলের বর্তমানের উজ্জ্বলতম নক্ষত্রকে। শুক্রবার রাতে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের শেষ দিকে (৮৮ মিনিটে) গুরুতর আহত হয়েছিলেন তিনি। বল দখলের লড়াইয়ে নেইমারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করেছিলেন কলম্বিয়ার জোয়ান কামিলো জুনিগা। মেরুদণ্ডে আঘাত পাওয়া নেইমার মাঠেই লুটিয়ে পড়েছিলেন তীব্র ব্যথায়। আঘাত গুরুতর হওয়ায় প্রায় সঙ্গে সঙ্গেই ব্রাজিলের এই সুপারস্টারকে ফোর্তালেজার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ব্রাজিলের কোচ লুই ফেলিপ স্কলারি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন,‘ নেইমারের আঘাত গুরুতর। জার্মানির বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটিতে সে খেলতে পারবে বলে মনে করছি না আমি।’ তবে কেবল জার্মানি নয়, ব্রাজিল ফাইনালে ওঠতে পারলেও মাঠে দেখা যাবে না নেইমারকে। এ তথ্য জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লেসমার। তার মতে,‘নেইমারের মেরুদণ্ডের তৃতীয় কশেরুকায় ফাটল ধরা পড়েছে এক্স-রে রিপোর্টে। বিশ্বকাপে আর মাঠে নামা সম্ভব হবে না তার পক্ষে’।

নেইমারের এই আকস্মিক অসুস্থতায় অনেকটাই ম্লান হয়ে গেছে ব্রাজিলিয়ানদের বিজয় উৎসব। জার্মানির বিপক্ষে নেইমারের খেলেতে না পারা মানে স্বাগতিকদের জন্য বড় ধরনের ধাক্কা। কারণ কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় জার্মানির বিপক্ষে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভাও মাঠে নামতে পারবেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।