মোদিকে সোনিয়ার চিঠি


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০২ জুন ২০১৫

ভারতজুড়ে দলিত সম্প্রদায়ের উপর ক্রমশ বেড়ে চলা হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন সোনিয়া গান্ধী।

জানা গেছে, চিঠিতে সোনিয়া মোদির কাছে  বর্ষাকালীন অধিবেশনে দলিতদের জন্য নয়া বিল আনার অনুরোধ করেন। সেই সঙ্গে তিনি দাবি করেন, ইউপিএ সরকারের আমলে এ ব্যাপারে যে পদক্ষপ নেয়া হয়েছিল তা এগিয়ে নিয়ে যাওয়ার উচিত।

এদিকে, বিজেপি সরকারের অধীন রাজস্থান ও মহারাষ্ট্রে দলিতদের উপর ক্রমশ বেড়ে চলা সন্ত্রাসের বিরুদ্ধেও সরব হয়েছেন সোনিয়া গান্ধী।

উল্লেখ্য, রোববার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী দলিত আইকন তথা সংবিধান প্রনেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্ম ভিটে মধ্যপ্রদেশের মৌতে যান। সেখানে তিন আম্বেদকরের জন্মের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান করার ডাক দেন। তার পরেই সোনিয়ার তরফ থকে এই চিঠি লেখা হয় মোদিকে।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।