জয়পুরহাটে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন


প্রকাশিত: ১০:২৫ এএম, ০১ জুন ২০১৫

জয়পুরহাটের কালাইয়ে বোরো মৌসুমে সরকারিভাবে ৭ হাজার ৮৪৭ মেট্রিক টন চাল এবং ৩ হাজার ১৫ মেট্রিক টন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কালাই উপজেলা খাদ্য গুদামে সোমবার বেলা ১১টার দিকে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

কালাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মওলার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুণ্ডু, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল বারিক মন্ডল, চাতাল ব্যবসায়ী খায়রুল আনাম, আব্দুর রউফ, আব্দুল লতিফ, রেজাউল ইসলাম, গৌতুম চন্দ্র চাকীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।