ভারতীয় দলে ফিরলেন টেন্ডুলকার, গাঙ্গুলি, লক্ষণ


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০১ জুন ২০১৫

ক্রিকেট পরামশর্দাতা হিসেবে ভারতীয় ক্রিকেটে ফিরলেন দলটির জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ। সোমবার বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাক্তন এই গ্রেট ক্রিকেটারদের দেশের ক্রিকেট উন্নয়নে কাজে লাগাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ জন্য গত মাসে টেন্ডুলকার, গাঙ্গুলি, লক্ষণ ও রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। বোর্ডের সে প্রস্তাবে রাজি হয়েছেন টেন্ডুলকার, গাঙ্গুলি ও লক্ষণ।  দ্রাবিড় অবশ্য এখনো বোর্ডকে তার সিদ্ধান্তের কথা জানাননি।

তবে এই কিংবদন্তিদের ঠিক বোর্ডের কোন কোন পদ দেওয়া হচ্ছে, সেটা অবশ্য এখনো জানানো হয়নি। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের হাই পারফরম্যান্স ম্যানেজারের দায়িত্ব দেওয়া হতে পারে গাঙ্গুলিকে।

আজ সোমবার টেন্ডুলকার, গাঙ্গুলি ও লক্ষণের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।