পে-স্কেল পুনর্নির্ধারণের দাবিতে খুবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০১ জুন ২০১৫

প্রস্তাবিত পে-স্কেল পুনর্নির্ধারণের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পাসের হাদী চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন সুপারিশকৃত পে-স্কেলে আর্থিক দিকের চেয়ে শিক্ষকদের মর্যাদার বিষয়টা বেশি জড়িত।

তিনি আরো বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোতে সিনিয়র প্রফেসরদের অবস্থান দেখে আমরা হতাশ হয়েছি, অপমান বোধ করছি। এ সুপারিশে শিক্ষকদের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে। আমি বিশ্বাস করি শিক্ষা ও শিক্ষকবান্ধব এ সরকার শিক্ষকদের অমর্যাদা হয় এমন কিছু করবে না। তিনি এই বেতন কাঠামোর সুপারিশ কেবিনেটে যাওয়ার আগে তা সংশোধন করে পেশ করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষকদের অনুরাগের প্রতি, শিক্ষকদের মর্যাদার বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন এবং বিষয়টা তিনি  সহানুভূতির সাথে বিবেচনা করবেন।

মানববন্ধনে সূচনা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান। মানববন্ধন থেকে সিলেকশন গ্রেড পুনর্বহাল, শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও প্রস্তাবিত পে-স্কেল পুননির্ধারণের দাবি জানানো হয়। এসময় স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. কাজী শাহনেওয়াজ রিপনসহ সমিতির অন্যান্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।