অটিস্টিক শিশুদের পাশে সাকিব


প্রকাশিত: ০৪:০২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

নানা সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। সাজাও ভোগ করতে হয়েছে। এখনও মাঠের বাইরেই আছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই বলে বসে নেই তিনি। সব বিতর্ককে পাশ কাটিয়ে শিগগিরই হয়তো আবারও ব্যাট বা বল হাতে জ্বলে ওঠার অপেক্ষায় আছেন। তবে সাময়িক অবসরে জনকল্যাণমূলক কাজে মন দিয়েছেন সাকিব। রাইস বাকেট চ্যালেঞ্জের পর এবার দেশ সেরা এই ক্রিকেটার অটিস্টিক শিশুদের পাশে দাঁড়িয়েছেন। ডাকলেন অন্যদেরও।

স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) কার্যালয়ে যান সাকিব। সেখানে অটিস্টিক শিশুদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান সাকিব ও শিশির। কথা বলেন ওইসব শিশুদের অভিভাবকদের সঙ্গে।

সাকিবকে চিনতে পেরেই কপালে হাত ঠেকিয়ে লম্বা সালাম দেয় রিহিন। সাকিবও এগিয়ে এসে হাত মেলালেন। ছয়তলা ওই ভবনের কোথাও অটিস্টিক শিশুরা ছবি আঁকছে, কোথাও বা পড়তে, কোথাও চলছে গান বাজনা আবার কোথাও চলছে প্রশিক্ষণ।

প্রতিটি তলায় ঘুরে ঘুরে শিশুদের কাজ দেখেন সাকিব। পাশাপাশি তাদের বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিলেন তিনি।

পাঁচ তলায় একটি অটিস্টিক শিশুকে দেখে সাকিব এগিয়ে গেলে ছেলেটির মা বলে ওঠেন- ‘দেখতো বাবা কে এসেছে?’ সাকিবের দিকে একনজর তাকিয়ে সেই কিশোরের ছোট্ট উত্তর- ‘ক্রিকেট!’

এই শিশুদের সঙ্গে সময় কাটিয়ে সাকিবও বেজায় খুশি। তিনি বলেন, ‘বাচ্চাদের একটু খুশি করতে পেরেছি। তাদের অনেকে আমাকে চিনতেও পেরেছে। এটাই আমার বড় প্রাপ্তি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞার কারণে গত জুলাই থেকে সাকিবের সময় কাটছে মাঠের বাইরে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।