পবিত্র শব-ই-বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০১ জুন ২০১৫

পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে সকল ধরণের বিস্ফোরণ ও আতশবাজি নিষিদ্ধ করে আদেশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া বলেন, নগরবাসীর শান্তি ও ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় ২ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হল।

নগরবাসীর নিরাপত্তায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।