সোমালিয়ায় পুলিশ-জঙ্গি সংঘর্ষে নিহত ৩৫


প্রকাশিত: ০৬:৩১ এএম, ০১ জুন ২০১৫

সোমালিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে বিগত এক সপ্তাহে পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। রোববার সোমালিয়ার সরকারি কর্মকর্তারা এসব তথ্য জানান। খবর এএফপি।

খবরে বলা হয়, ইথিওপিয়ার সীমান্তবর্তী সোমালিয়া অঞ্চলে সোমালিয়ার লিয়ু পুলিশের সঙ্গে ক্লান জঙ্গিদের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে লিয়ু পুলিশ ইউনিটের সদস্যরা নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়েছেন বলে সোমলিয়ার মধ্যাঞ্চলের গালগাদুদ প্রদেশের গভর্নর হুসেইন ওহেলিয়া ইরফো সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি জানান, সোমালিয়ার সরকার সংঘর্ষের ব্যাপারে অবগত। সরকার এ ব্যাপারে ইথিওপিয়া সরকার ও আফ্রিকান ইউনিয়ন ফোর্স-এএমআইএসওএমের হস্তক্ষেপ কামনা করেছে।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে অঞ্চলটিতে সংঘর্ষ শুরু হয়। কিন্তু শুক্রবার থেকে লিয়ু পুলিশের সঙ্গে জঙ্গিদের এ সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।

জেআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।