বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-জিম্বাবুয়ে শেষ ওয়ানডে
পাকিস্তান-জিম্বাবুয়ের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৬ রান করে পাকিস্তান।
আজহার আলির (৪৬) সঙ্গে ১১৫ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন মোহাম্মদ হাফিজ। দলীয় ১৩৪ রানে তার বিদায়ে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা। ৮০ বলে খেলা তার ৮০ রানের ইনিংসটি গড়া ৮টি চার ও একটি ছক্কায়। হাফিজের বিদায়ের পর বাবর আজম ছাড়া আর কোনও ব্যাটসম্যান ভালো করতে পারেননি। অভিষিক্ত বাবর খেলেন ৫৪ রানের ইনিংস।
শেষ দিকে আনোয়ার আলির (অপরাজিত ৩৮) দৃঢ়তায় তিনশ’ রানের কাছাকাছি পৌঁছায় স্বাগতিকদের সংগ্রহ। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সিকান্দার রাজা ।
জবাবে ৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৮ রান করে জিম্বাবুয়ে। এরপর বৃষ্টির নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। চামু চিবাবা ৩৯ ও ভুসি সিবান্দা ২৮ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ে ইনিংসের অষ্টম ওভার শেষে একবার খেলা বন্ধ হয়। পরে খেলা শুরু হলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২৮১ রান। কিন্তু এক ওভার পর আবার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।
এআরএস/এমএস