কুমিল্লায় হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:৩৭ এএম, ৩১ মে ২০১৫
প্রতীকী ছবি

কুমিল্লায় একটি হত্যা মামলায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক চেমন আরা চৌধুরী এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের ফয়েজ আহমেদ ওরফে জালাল, শামীমুজ্জামান বাবু, এমদাদুল হক, নাজমুল হোসেন ও রফিকুল ইসলাম।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু জানান, ২০০১ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এলাহাবাদ গ্রামের দুই ভাই সামছুল হক ও আনোয়ার হোসেন গুরুতর আহত হয়। তাদের মধ্যে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। ঘটনার দিন সন্ধ্যায় দেবিদ্বার থানায় স্থানীয় জাহাঙ্গীর আলমসহ ১২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ছেলে শাহাদাত হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ৩০ এপ্রিল ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত রোববার মামলার রায় দেন। মামলার রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

আসামিদের মধ্যে এমদাদুল হক ও নাজমুল হোসেন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন। এদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় ১২ জন আসামির মধ্যে ৬ জনকে মামলার অভিযোগ থেকে খালাস দেয়া হয়। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হারুন-অর রশিদ।

মো. কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।