ক্যারিয়ারের শেষ দৌড় দেয়ার অপেক্ষায় বোল্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০১৭

শেষের শুরু আগেই হয়ে গেছে উসাইন বোল্টের। শুক্রবারই বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ১০০ মিটার হিটে বিদ্যুৎ বোল্ট সময় নিয়েছেন ১০.০৭ সেকেন্ড। নিজের হিটে হয়েছেন প্রথম।

হিটে অংশ নিয়েছেন মোট ৪৮ জন। প্রতি হিটে ছিলেন ৮ জন করে। বোল্ট ছিলেন ৬ নম্বর হিটে। তার সঙ্গে সোনার লড়াইয়ে থাকা বাকি তারকাদের মধ্যে একমাত্র তার স্বদেশি জুলিয়ান ফোর্ট ছাড়া আর কেউই ১০ সেকেন্ডের কম সময় করতে পারেননি। জাস্টিন গ্যাটলিন, ইয়োহান ব্লেকের সময়ও ভালো বোল্টের চেয়ে। তবে বোল্ট তার আসল লড়াই তুলে রাখলেন ফাইনালের জন্যই।

এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই অবসর নেবেন জ্যামাইকান এই স্প্রিন্টার। তাই বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতেই তিনি ১০০ মিটারে সোনা ধরে রাখতে চান। হিটেই যার প্রমাণ পাওয়া গেল।

আজ রাত ১২.৫ টায় বোল্টের সেমিফাইনাল। এরপর রাত ২টা ৪৫ মিনিটে ক্যারিয়ারের শেষ দৌড়টা দিয়ে দেবেন সর্বকালের সেরা এই অ্যাথলেট। বোল্টের বজ্র দৌড় সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২, সিলেক্ট এইচডি ২।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।