ম্যাগির বিজ্ঞাপন : বিপাকে অমিতাভ-প্রীতি


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৩০ মে ২০১৫

নেসলে ইন্ডিয়ার ইনস্ট্যান্ট নুডলস ম্যাগির বিজ্ঞাপনে কাজ করার জন্য আগেই আইনি নোটশ পেয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী প্রীতি জিন্তা।

শনিবার উত্তরপ্রদেশের বারাবাঁকি-র স্বাস্থ্য সুরক্ষা কর্মকর্তা বি কে পাণ্ডে জানিয়েছেন, নেসলে ইন্ডিয়ার হিমাচল প্রদেশ, দিল্লি-সহ বিভিন্ন অঞ্চলের পাঁচটি কার্যালয়ের প্রধান, ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ম্যানেজার মোহন গুপ্তা এবং শাবাব আলমের বিরুদ্ধে আদালতে পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগকারী আইনজীবী জানান, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের আদর্শ মনে করে। আর সুযোগকে কাজে লাগিয়ে শুধুমাত্র নিজেদের লাভের দিকে তাকিয়ে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক বস্তু, প্রকারান্তরে বিষকে উপকারী বস্তু বলে প্রচার করেছেন। এটা দেশদ্রোহীতার নামান্তর। তাই এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।