বিশ্ব চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক সোনা মো ফারাহর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৪ এএম, ০৫ আগস্ট ২০১৭

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটারে শ্রেষ্টত্ব ধরে রেখে হ্যাটট্রিক সোনা জিতলেন মো ফারাহ। সেই সঙ্গে প্রথম অ্যাথলেট হিসেবে বড় প্রতিযোগিতায় (অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ) দূরপাল্লার দৌড় অর্থাৎ ৫ ও ১০ হাজার মিটারে টানা দশটি সোনা জয়ের অনন্য কীর্তি গড়লেন সোমালিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ অ্যাথলেট।

লন্ডন বিশ্বচ্যাম্পিয়নশিপে শুক্রবার রাতে ২৬ মিনিট ৪৯.৫১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ফারাহ। ২৬ মিনিট ৪৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন উগান্ডার জোসুয়া চেপটেগে। কেনিয়ার পল তানুই ব্রোঞ্জ জিততে সময় নিয়েছেন ২৬ মিনিট ৫০.৬০ সেকেন্ড।

পাঁচ হাজার মিটারে শ্রেষ্টত্ব ধরে রাখার মিশনে আজ (শনিবার) ট্র্যাকে নামবেন ফারাহ। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবেন ৩৪ বছর বয়সি অ্যাথলেট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।