হালুয়াঘাটে অস্ত্রসহ তিন আদিবাসি আটক


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ৩০ মে ২০১৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ তিন আদিবাসি অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব

আটকরা হলেন, পূর্ব গোবরাকুড়া গ্রামের অনি চিসিম (১৯), কালিয়ানীকান্দা গ্রামের থাংসু রিছিল (১৮), পলাশতলা গ্রামের ইফুইম মৃ (২০)।

র‍্যাবের এএসপি তাজুল ইসলাম জানান, আদিবাসি এ চক্রের সদস্যরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাবের একটি দল উপজেলা সদরের উত্তর খয়রাকুড়ি গ্রামীণ টাওয়ারের পাশে থেকে ওই তিন আদিবাসি তরুণকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করে। এরপর তাদের জিঞ্জসাবাদের জন্য ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আতাউল করিম খোকন/এআরএ/আরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।