৫ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ সাফল্য
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীই পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৫ হাজার ৯২টি। অর্থাৎ এ বছর শতভাগ পাসের দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি বেড়েছে।
শতকরা এক শ’ ভাগ পাসের গৌরব অর্জনকারী এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বোর্ডে ৪শ’ ৭৮টি, রাজশাহী বোর্ডে ৯শ’ ৬৯টি, কুমিল্লা বোর্ডে ১শ’ ৭৬টি,যশোর বোর্ডে ১শ’ ৯৪টি, চট্টগ্রাম বোর্ডে ৪০টি, বরিশাল বোর্ডে ১শ’৪৬টি, সিলেট বোর্ডে ৩৬টি ও দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন ৩শ’২০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ৫শ’ ২৩টি মাদ্রাসা এবং বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের (বিটিইবি) আওতায় ২শ’১৩টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
এসএইচএস/আরআইপি