বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছে মতিঝিল আইডিয়াল


প্রকাশিত: ১০:৩০ এএম, ৩০ মে ২০১৫

২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে ঢাকা বোর্ডে এ বছর সেরা পাঁচ স্কুলের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। ফলাফল প্রকাশের পর মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েছে। তাদের সাফল্যে স্কুলটির শিক্ষক ও অভিভাকরাও ব্যাপক খুশি। এসময় স্কুলের মাঠে শিক্ষার্থীরা নানা ভাবে উল্লাসে মেতে উঠে।

শনিবার এসএসসির ফল প্রকাশের পরপরই আনন্দের জোয়ার বইতে থাকে কলেজ আঙিনায়। ওই জোয়ারে ভাসতে থাকেন স্কুলটির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

ফলাফলের সম্পর্কে মতিঝিল আইডিয়াল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের সাফল্যে আমরা খুশি। এই সাফল্যের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আমাদের শিক্ষক ও অভিভাকদের প্রচেষ্টা আর সর্বপরি শিক্ষার্থীদের চেষ্টা। তাছাড়া আমাদের গভর্নিং বডির সব ধরনের সহযোগিতা ছিল।

গতবারের দ্বিতীয় স্থান থেকে এবার তৃতীয় হওয়ার বিষয়ে অধ্যক্ষ বলেন, আমাদের স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মাত্র তিনজন পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এতেই এই ব্যবধানে হয়েছে। তাছাড়া তারা কি সবাই পরীক্ষা দিয়ে ফেল করেছে নাকি অসুস্থতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ না করেই ফেল করেছে সেই বিষয়ে জানতে হবে। তাছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে এবার শুধু শুক্র ও শনিবার পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীদের এক ধরণের ভয় সবসময় কাজ করেছে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের বিভিন্ন প্লান থাকে। কিন্তু বারবার পরীক্ষা পেছানোর কারণে নিয়ম অনুযায়ী পরিকল্পনা করতে পারেনি। তবে তারপরও আমাদের ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করেছে। এই ফলাফলে আমরা আনন্দিত।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া আরিফিন বলেন, শিক্ষকদের গাইড মেনে পড়ালেখা করলেই কাঙ্কিত ফল পাওয়া সম্ভব। আমি সেই প্রত্যাশিত ফল পেয়েছি। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছি আমি।

জিপিএ-৫ পাওয়া গোলাম কিবরিয়া অনিমের মা বললেন, আজ আমাদের যে কত আনন্দের দিন তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের ছেলে প্রত্যাশা পূরণ করেছে। বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনিম বলে, বাবা-মায়ের চেষ্টাই আমাকে সাফল্য এনে দিয়েছে ।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ফারিয়া হোসেন ঐশি জাগোনিউজকে জানায়, আমাদের এ ফলাফল আমাদের শিক্ষক ও বাবা মায়ের কষ্টের ফসল। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।

এবার মতিঝিল আইডিয়ালে থেকে মোট ১৫৮১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৭৮ জন বা ৯৯.৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪২৬ জন। বিজ্ঞান বিভাগের ১৩৪৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৯১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৩৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন। মতিঝিল আইডিয়ালে তিনটি শাখার মধ্যে মতিঝিল শাখায় উত্তীর্ণের হার ৯৯.৮৫ শতাংশ বনশ্রী শাখায় ৯৯.৮৩ শতাংশ এবং মুগদা শাখায় শতভাগ উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য, এর আগে  শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল হস্তান্তর করেন। পরে সচিবালয়ে দুপুর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

এ বছর ১০ বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। এ বছর মোট ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার, দাখিলে ২ লাখ ৫৬ হাজার এবং বৃত্তিমূলক পরীক্ষায় ১ লাখ ১০ হাজার পরীক্ষা দিয়েছে।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।