দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামছে বার্সা


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ৩০ মে ২০১৫

দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছে মেসি, নেইমাররা। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই শেষে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সা। এবার ট্রেবল জয়ের পথে আরেকধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাও-এর মুখোমুখি হতে যাচ্ছে বার্সা। আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১.৩০ মিনিটে শুরু হবে দু`দলের এই লড়াই।

আগামী ৬ ই জুন শনিবার জুভেন্তাসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে কাতালানরা। তাই তার আগে বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনালেও জিততে চায় লুই এনরিকের শিষ্যরা। তাছাড়া পরিসংখ্যানও কথা বলছে সুয়ারেজদের পক্ষেই।

আগের শেষ ৫ বারের দেখায় প্রতিপক্ষের বিপক্ষে ৩বারই জয় তুলে নিয়েছে কাতালানরা। তাই আত্মবিশ্বাসেও প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও-এর চেয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। তাই ঘরের মাঠ ন্যু ক্যাম্পে জয় নিয়েই ট্রেবল জয়ের পথে এগিয়ে যেতে চায় বার্সেলোনা।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।