আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আজমলের বোলিং
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না স্পিনার সাঈদ আজমল। তার বোলিংঅ্যাকশন অবৈধ হওয়ায় ডানহাতি এই বোলারকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সব ধরনের ফরমেটে পাকিস্তানের শীর্ষ বোলার আজমল। তবে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় তা খতিয়ে দেখতে পরীক্ষার জন্য আইসিসির মনোনীত বিশেষজ্ঞদের কাছে যান আজমল। দুর্ভাগ্য, আইসিসির বায়ো-মেকানিক্যাল বিশেষজ্ঞরা তার বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছেন। নিয়ম অনুযায়ী বোলিংয়ের ক্ষেত্রে ১৫ ডিগ্রী অনুমতি থাকলেও পরীক্ষায় দেখা গেছে তা ক্রস করেছেন আজমল।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, স্বাধীন বিশেষজ্ঞরা পাকিস্তানের স্পিনার আজমলের বোলিংয়ে ক্রুটি খুঁজে পেয়েছেন। তাই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে। এটা শিগগিরই কার্যকর হবে। কেননা নিয়মের বাইরে বোলিং করেছেন আজমল।
এ নিয়ে দ্বিতীয়বার আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠল। এর আগে ২০০৯ সালে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর পরবর্তী সময়ে দ্রুতই এই অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছিলেন তিনি। অবশ্য নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করতে পারবেন আজমল।