সমালোচনার মুখেই ফিফা নির্বাচন আজ
ফুটবল ইতিহাসের কলঙ্কিত এক ঘটনার জন্ম দিয়ে বুধবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন ফিফার সাত কর্মকর্তা। এ ঘটনা নিয়ে সারাবিশ্বে যখন তোলপাড় চলছে। ঠিক তখন শুক্রবার জুরিখে শুরু হয়েছে ফিফার ৬৫তম কংগ্রেস। দুর্নীতির এই অভিযোগে ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটারের পদত্যাগ দাবি করা হলেও উল্টো তিনি এ নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী। খবর বিবিসি।
এদিকে, বুধবার ওই সাত কর্মকর্তার গ্রেফতারের পর ফুঁসে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (উয়েফা) ফিফার এই নির্বাচন স্থগিত করার জন্য দাবি তুলেছে। অপরদিকে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বলেছেন, এতোদিন আমি উন্মত্ত হয়ে ফিফার বিরুদ্ধে যতো অভিযোগ করেছি, এফবিআইয়ের তদন্তে তার সত্যতা উঠে এসেছে। আর এ সংকটাপন্ন সময়ে নির্বাচন হওয়া মানে ওই সকল দুর্নীতিবাজদের হাতে পুনরায় ফিফার নিয়ন্ত্রণ চলে যাওয়া।
তবে যতো অঘটন ও সমালোচনা হোক না কেন, আজ জুরিখে ফিফার ৬৫তম কংগ্রেস হচ্ছে এটাই বাস্তবতা। যথারীতি, বহুবিধ চাপ সত্ত্বেও নির্বাচনে পঞ্চমবারের মতো লড়ছেন ১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতি থাকা সেপ ব্লাটার। তার একমাত্র প্রতিপক্ষ জর্ডানের প্রিন্স আলি বিন আল হোসাইন।
জেআর/বিএ/এমএস