মজার কারণেই ক্রিকেট খেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ৩০ জুলাই ২০১৭

বাংলাদেশের টি-টোয়েন্টির ফেরিওয়ালা বলা হয় তাকে। বিশ্ব ক্রিকেটাঙ্গনে বলতে গেলে দীর্ঘদিন বাংলাদেশের পতাকা একাই বহন করেছেন তিনি। দীর্ঘদিন বিশ্বসেরা অলরাউন্ডারের শীর্ষে। সাকিব আল হাসানের চাহিদা এ কারণে দেশের গণ্ডি পেরিয়ে নানান দেশের ফ্রাঞ্চাজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে। আইপিএল, পিএসএল, সিপিএল কিংবা বিগ ব্যাশ লিগ- সব জায়গাতেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব।

দীর্ঘদিন ধরেই ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলার পর সাকিবের মনে হলো, এটা মজার খেলা। মজা লাগে বলেই তিনি খেলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ার আগে বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান জানান মজার কারণেই তিনি ক্রিকেট, বিশেষ করে ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগগুলো খেলে থাকেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর ১১ বছর খেলেছেন সাকিব। আগের হিসেব ধরলে ১৫ বছরেরও বেশি। ক্রিকেট খেলতে তার ভালোই লাগে। সেই ভালো লাগা সঙ্গী করেই সিপিএলে খেলতে যাচ্ছেন সাকিব। সেই ভালো লাগা নিয়েই মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ক্রিকেট খেলতে মজা তো লাগেই। প্রতিটি টুর্নমেন্টেই নতুন নতুন অভিজ্ঞতা থাকে। মজা থাকে। রোমাঞ্চ থাকে। গত ১০-১৫ বছর ধরে ক্রিকেটই খেলছি। যেখানেই খেলি মজাই লাগে। মজার কারণেই খেলে যাচ্ছি।’

আইপিএল, পিএসএল, সিপিএল কিংবা বিগ ব্যাশ লিগ- অনেকগুলোতেই খেলেছেন নেইমার। কোনটাতে উপভোগের সুযোগ বেশি? জানতে চাইলে সাকিব বলেন, ‘সব জায়গায়ই থাকে। খেললে ভালো খেলার প্রতিযোগিতা থাকে, এটা একটা উপভোগ করার ব্যাপার। না খেললে খেলার জন্য অপেক্ষা থাকে। সেটা আরেক রকম ব্যাপার।’

তাহলে কি সিপিএলে বেশি এনজয় করেন? ‘অন্য টুর্নামেন্টের চেয়ে এটার পরিবেশ অন্য রকম। খেলার সিরিয়াসনেসটা মাঠেই বেশি। মাঠের বাইরে তেমন কোনো ব্যাপার নেই। জায়গাগুলো খুব সুন্দর। সবাই রিলাক্স থাকতে পছন্দ করে। সে দিক থেকে বলতে গেলে অনেক বেশি এনজয় করি।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।