সিপিএলে খেলতে আজ ঢাকা ছাড়ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৯ জুলাই ২০১৭

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে একদিন আগে ওয়েস্ট ইন্ডিজে গেছেন মেহেদী হাসান মিরাজ। ২৭ জুলাই ঢাকা ছেড়েছেন তিনি। শাহরুখ খানের মালিকানাধীন ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসানও খেলবেন সিপিএলে। তার দল- জ্যামাইকা তালওয়াশ। সিপিএলে খেলতে আজ রাতে ঢাকা ছাড়ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে ৪ আগস্ট। পর্দা নামবে ১০ সেপ্টেম্বর। সবকটি ম্যাচ হয়তো খেলতে পারবেন না সাকিব-মিরাজ। কারণ সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। দুই ম্যাচের ওই টেস্ট সিরিজে অংশ নিতে হচ্ছে তাদের।

১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলতে পারছেন সাকিব-মিরাজ। আর বেতন-ভাতা নিয়ে ঝামেলার কারণে অস্টেলিয়া দল বাংলাদেশ সফরে না আসলে সিপিএলের গোটা আসরই খেলতে আসতে পারছেন বাংলাদেশি এই দুই ক্রিকেটার।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।