বৃষ্টির বাধা সামলে কুক-স্টোকসের লড়াই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ এএম, ২৮ জুলাই ২০১৭

ওভালে বাগড়া বসায় বৃষ্টি। তার ফাঁকে যে ওভারগুলো (৫৯) মাঠে গড়িয়েছে, তাতে সংগ্রাম করতে হয়েছে ইংল্যান্ডকে। চড়ে বসেছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। বিশেষ করে অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার দুর্দান্ত বোলিং করেছেন।

বৃষ্টির বাধা আর ফিল্যান্ডারকে সামলে লড়ে যাচ্ছেন অ্যালিস্টর কুক ও বেন স্টোকস। প্রথম দিন শেষে এই দুই ব্যাটসম্যান অপরাজিত আছেন। আর স্বাগতিক ইংল্যান্ডের প্রথম দিনের পুঁজি ৪ উইকেটে ১৭১ রান।

ওভালের শততম টেস্টে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। কিটন জেনিংসকে রানের খাতাই খুলতে দেননি ফিল্যান্ডার। ৯ বল খেলে ফিরে গেছেন শূন্য হাতে। অভিষিক্ত টম ওয়েস্টলি থেমেছেন ২৫ রানে। তিনি শিকার ক্রিস মরিসের।

অধিনায়ক জো রুট সাবধানে পা ফেলছিলেন। তবে খুব একটা সুবিধা করতে পারেননি। পা ফসকে গেছে। ২৯ রান করতেই ফিল্যান্ডারের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ডেভিড মালানের ব্যাট থেকে এসেছে ১ রান।

দিন শেষে ইংল্যান্ডের ‘আশার ফুল’ হয়ে থাকলেন অ্যালিস্টার কুক। অপরাজিত আছেন ৮২ রানে। তাকে আজ সঙ্গ দেবেন বেন স্টোকস। ইংলিশ তারকা এই অলরাউন্ডার অপরাজিত আছেন ২১ রানে।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ভারনন ফিল্যান্ডার। ১২ ওভারে ৫টি মেডেনসহ ১৭ রান দিয়ে পকেটে পুরেছেন দুই উইকেট। আর একটি করে উইকেট দখলে নিয়েছেন কাগিসো রাবাদা ও ক্রিস মরিস।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।