মোদির সফরে সঙ্গে নেই মমতা


প্রকাশিত: ০৮:০২ এএম, ২৮ মে ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের সঙ্গী হিসেবে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী তিন রাজ্য আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরাও মোদির সঙ্গে ঢাকা সফরের আমন্ত্রণ পাননি। তাই প্রথমবারের মতো ঢাকা সফরে একাই আসছেন নরেন্দ্র মোদি। খবর আনন্দবাজার।  

মোদির ৬ ও ৭ জুনের ঢাকা সফরে মমতাসহ চার মুখ্যমন্ত্রী সঙ্গী হবেন এমনটাই আলোচনায় ছিল। কিন্তু বুধবার পর্যন্ত সরকারিভাবে মোদির সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ তাদের কেউই পাননি।

সফরসঙ্গী হওয়ার প্রশ্নে মমতা বলেন, কলকাতা সফরের সময় প্রধানমন্ত্রী ঢাকা সফরের প্রসঙ্গ ক্যাজুয়ালি তুলেছিলেন। কিন্তু বুধবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয়নি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাননি। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়, এখনো কোনো আমন্ত্রণ তাদের কাছে পৌঁছায়নি। আমন্ত্রণ পাননি আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও।

অবশ্য আসাম প্রদেশ কংগ্রেসের একটি সূত্র জানায়, রাজ্য বিজেপি সীমান্ত বিল নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে সেই রাজনীতিতে হাওয়া দিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাজিও হতেন না।

ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, মোদির সম্ভাব্য সফরসঙ্গীদের তালিকায় এখনো পর্যন্ত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।