আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৭ জুলাই ২০১৭

ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের আয়োজন আর বার্জার পেইন্টসের পৃষ্ঠপোষকতায় ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আন্তঃবিশ্ববিদ্যালয় দলগত দাবা প্রতিযোগিতা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলনে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জানিয়েছেন, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নগদ অর্থ পুরস্কার পাবেন ৪০, ২৫ ও ১৫ হাজার টাকা।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেত পারবে। প্রতি দলে চারজন ও দুইজন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন। দাবার আন্তর্জাতিক নিয়মে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

আরআই/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।