বাবা হলেন রাজ্জাক


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৮ মে ২০১৫

সন্তানের বাবা হতে কার না ভালো লাগে! বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক পুত্রসন্তানের বাবা হলেন। বুধবার ঢাকার স্কয়ার হাসপাতালে রাজ্জাক দম্পতির ঘর আলো করে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। বাবা হওয়ার আনন্দে শামিল হতে বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলে চতুর্থ দিনের সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন তিনি।

জাতীয় দলে নেই অনেকদিন ধরেই। সেই সঙ্গে নতুন করে তৈরি করা হাই পারফরম্যান্স ইউনিটেও নির্বাচকরা রাখেননি একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই বোলারকে। অবশ্য পারফরম্যান্সটা ঘরোয়া লিগে ঠিকঠাক মতোই করে চলছেন তিনি। এখন দেখার বিষয় বাবা হওয়ার পর ভাগ্যটা ফেরে কি না রাজ্জাকের।

উল্লেখ্য, বুধবার সকালে স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে চট্টগ্রাম থেকে দ্রুত ঢাকায় ফেরেন তিনি। ম্যাচ রেফারি শওকত-উর রহমান জানান, ‘সর্বসম্মত সিদ্ধান্তেই রাজ্জাক মাঠ ছেড়েছেন। স্ত্রীর অসুস্থতার কারণে সে ঢাকা ফিরে যায়। সবার কাছেই গ্রহণযোগ্য ছিল এটি। এসব কারণে ছাড়া যায়।’

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।