সংবিধান সংশোধনের উদ্যোগ অসৎ ও দুরভিসন্ধিমূলক : মওদুদ


প্রকাশিত: ০২:২০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দিতে সংবিধান সংশোধনের উদ্যোগকে `অসৎ ও দুরভিসন্ধিমূলক` বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান সংশোধন দলীয় ব্যাপার নয়, এটা জাতীয় ইস্যু। মানুষের  শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। আর সংসদের হাতে বিচারক অপসারণের ক্ষমতা দেওয়া হলে তা বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।