প্রিমিয়ার লিগের খেলা বাংলা টিভিতে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৬ জুলাই ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা সম্প্রচার করবে বাংলা টিভি। লন্ডনভিত্তিক এ চ্যানেলটি লিগের ১৩২টি ম্যাচের মধ্যে ১২১টি সম্প্রচার করবে।

খেলা দুই ভেন্যুতে হলেও চ্যানেলটি দেখাবে শুধু ঢাকার খেলা। বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্বাধিকারী সাইফ গ্লোবাল স্পোর্টস ও বাংলা টিভির মধ্যে খেলা সম্প্রচারের চুক্তি হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। বাংলা টিভি বিকেল সাড়ে ৪ টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা পৌনে ৭ টায় শুরু হওয়া দিনের দ্বিতীয় ম্যাচটি তারা সরাসরি দেখাবে না। এ ম্যাচটি ধারণ করে পরের দিন প্রথম ম্যাচের লাইভে যাওয়ার আগে সেটি সম্প্রচার করবে চ্যানেলটি।

ম্যাচ সম্প্রচারে প্রোডাকশনের দায়িত্বে থাকছে সাইফ গ্লোবাল স্পোর্টস। তারা চট্টগ্রামের ম্যাচ প্রোডাকশন করবে না বিধায় এ চ্যানেলের দর্শকরা শুধু ঢাকার ম্যাচগুলোই দেখতে পাবে, যার কিছু সরাসরি, কিছু ধারণকৃত।

আরআই/ওআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।